ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০১ এপ্রিল ২০২০

মেহেরপুরের গাংনী উপজেলায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী ১০টি বাড়ি প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে মেহেরপুরের সিভিল সার্জন মো. নাসির উদ্দীন এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, শ্বাসকষ্ট ও সর্দি-জ্বর নিয়ে উপজেলার গাড়াডোব গ্রামের এক ব্যক্তি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ইতোমধ্যে তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ওই ব্যক্তি কোন রোগে আক্রান্ত তা জানা যাবে। এর আগে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব হচ্ছে না। তবে তার বাড়ি লকডাউন ও পার্শ্ববর্তী ১০ বাড়ি প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, ওই ব্যক্তির পরিবারের লোকজনকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। ভোগ্যপণ্যসহ প্রয়োজনীয় দ্রব্যাদি তাদের সরবরাহ করা হবে। তবে পার্শ্ববর্তী বাড়িগুলোকে প্রশাসনিক নজরদারিতে রাখা হচ্ছে। আইইডিসিআর থেকে প্রতিবেদন দু-একদিনের মধ্যে চলে আসবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার গাড়াডোব গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই রোগী করোনায় আক্রান্ত সন্দেহে ওয়ার্ডের ভর্তি থাকা অন্য রোগীরা হাসপাতাল ছেড়ে চলে গেছেন। ওই রোগীকে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে। এ ঘটনায় সেবিকারাও আতঙ্কে রয়েছেন। পিপিই না থাকায় রোগীর কাছে যেতে ভয় পাচ্ছেন তারা। রোগীকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না বলেও জানান রোগীর স্বজনরা।

আসিফ ইকবাল/আরএআর/পিআর