বঙ্গোপসাগরে দুই মাঝিকে অপহরণ
বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে হামলা চালিয়ে দুইজন মাঝিকে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে দস্যুরা। সোমবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে পক্ষিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে জানান, বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় সন্ধ্যায় জেলেরা জাল ফেলে অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দস্যুদল জেলেবহরে হামলা চালায়।
পরে ট্রলারে থাকা ইলিশসহ এফবি কহিনুর ট্রলারের মাঝি ফারুক ও এফবি শাকিল নামের ট্রলারের মাঝি মিলনকে তুলে নিয়ে যায়। ফারুক ও মিলনের বাড়ি তালতলী উপজেলার নিদ্রা-শখিনা গ্রামে। তবে কোন দস্যু বাহিনী তাদের অপহরণ করেছে, তিনি তা জানাতে পারেননি।
এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের পেডি অফিসার মো. দেলোয়ার হোসেন জাগো নিউজকে জানান, অপহৃত জেলেদের উদ্ধারে শিগগিরই সুন্দরবনে অভিযান পরিচালনা করা হবে।
সাইফুল ইসলাম মিরাজ/বিএ