প্রতিদিন ১ হাজার পরিবারকে খাবার দিচ্ছেন আ.লীগ নেতা দীপ
ব্যক্তিগত উদ্যোগে এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতা ড. দীপায়ন সরকার দীপ। মঙ্গলবার (৩১ মার্চ) নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের নেতা ড. দীপায়ন সরকার দীপ বলেন, দেশব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধে সব কিছু বন্ধ ঘোষণা করেছে সরকার। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও দিনমজুর। করোনা পরিস্থিতি মাথায় নিয়ে দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছি আমি।
তিনি বলেন, মঙ্গলবার দিনভর নেত্রকোনা শহরের নাগড়া, সাতটা, রাজুরবাজার, কুড়পাড়, বাংলা বাজার, ঠাকুরাকোনা, বারহাট্টার বিভিন্ন স্থানে দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তিন কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি তেল ও এক কেজি লবণ।
নেত্রকোনা প্রেস ক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল বলেন, দীপায়ন সরকার দীপ বিপদে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার মতো সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাহলে দেশের এই সংকট নিরসন সহজ হবে। সরকারের নির্দেশনা মেনে চললে এই সংকট উত্তরণ সম্ভব।
এর আগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন কার্যালয়, জেলা প্রেস ক্লাবসহ ১০টি উপজেলা হাসপাতালে এক হাজার পিপিই, ১০ হাজার হ্যান্ড গ্লাভস, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন দীপায়ন সরকার দীপ।
দীপায়ন সরকার দীপ বলেন, আগামী সাতদিন এভাবে এক হাজার জন করে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে আমার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। দেশের করোনা দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উচিত।
কামাল হোসাইন/এএম/পিআর