ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শতাধিক রিকশাচালক ও হিজড়ার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ৩১ মার্চ ২০২০

মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে হতদরিদ্র রিকশাচালক ও হিজড়াদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজধানীর মিরপুর বিআরটিএ'র পেছনে শতাধিক রিকশাচালক, দিনমজুর ও হিজড়ার মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও সাবান বিতরণ করা হয়েছে।

এ সময় সংস্থার ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না, সহকারী পরিচালক আরিফুর রহমান, জেসমিন আক্তার সুমন মিয়া, জনিসহ সংস্থার অন্যান্য নেতা বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জেলা শাখায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না।

Dhaka-(2)

মুন্না বলেন, সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। করোনা পরিস্থিতিতে সবকিছুই থমকে গেছে। থমকে গেছে মানুষের রুটি-রুজির মাধ্যমও। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে সমাজের নিম্নআয়ের খেটে-খাওয়া মানুষগুলো। কর্মহীন এসব মানুষের কিছুটা কষ্ট লাঘবে সংস্থার পক্ষ থেকে এ উদ্যোগ নিয়েছি।

এসময় তিনি খাদ্যসামগ্রী নিতে আসা সকলকে অতিপ্রয়োজনীয় কারণ ছাড়া বাড়ির বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার করা ও নিয়মিতভাবে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানান।

এমএএস/পিআর