ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীর আইসোলেশন থে‌কে একজন‌কে ঢাকায় প্রেরণ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ৩১ মার্চ ২০২০

রাজবাড়ী সদর হাসপাতা‌লে ক‌রোনা আক্রান্ত স‌ন্দে‌হে আইসো‌লেশনে থাকা ৬০ বছর বয়সী এক স‌বজি বি‌ক্রেতা‌কে ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে তা‌কে ঢাকায় পাঠা‌নো হয়।

সদর হাসপাতাল সূত্রে জানা‌গে‌ছে, মঙ্গলবার সকাল সা‌ড়ে ১০টার দি‌কে ঠান্ডা, জ্বর, কা‌শি, শ্বাসকষ্ট, শরীরর ব্যাথা নি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হন এক সব‌জি বি‌ক্রেতা। পরে তার স্বাস্থ্য পরীক্ষা ও সা‌র্বিক অবস্থা বি‌বেচনা ক‌রে ঢাকার কু‌র্মি‌টোলা হাসপাতা‌লে পাঠানো হয়।

সদর হাসপাতা‌লের ডাক্তার শামীম আহসান ব‌লেন, সকা‌লে এক সবজি বি‌ক্রেতা জ্বর, কা‌শি, ঠান্ডা নিয়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছিলেন। তার সা‌র্বিক অবস্থা বি‌বেচনা ক‌রে ঢাকায় পা‌ঠি‌য়ে‌ছেন। বর্তমানে তিনি নিউমোনিয়া আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাজবাড়ী সি‌ভিল সার্জন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, গত ২৪ ঘণ্টায় নতুন ক‌রে আরো ৬ জন বে‌ড়ে রাজবাড়ী‌তে ৬৩৩ জন হোম কোয়া‌রেন্টাই‌নে র‌য়ে‌ছেন। এছাড়া ২৪ ঘণ্টায় কোয়া‌রেন্টাইন থে‌কে ছাড়পত্র পে‌য়ে‌ছেন ৪৮৩ জন।

এর আগে ক‌রোনা স‌ন্দে‌হে এক আওয়ামী লীগ নেতা ও শিক্ষা অফিসের এক কর্মকতা‌কে ঢাকায় পাঠা‌নো হ‌য়। তবে তারা কেউই ক‌রোনায় আক্রান্ত নন ব‌লে নি‌শ্চিত করা হয়।

রু‌বেলুর রহমান/এফএ/জেআইএম