ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে ৭ ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১২ অক্টোবর ২০১৫

সিলেট নগরীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষধ রাখার দায়ে সাত ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষধ জব্দ করা হয়। সোমবার বিকেল নগরীর ওসমানী মেডিকেল রোড ও মিরের ময়দান এলাকায় এ অভিযান চালানো হয়।

প্রথমে ওসমানী রোডে ঔশী ফার্মেসিতে অভিযান চালানো দেখে আশপাশের প্রায় ২০/৩০ টি ফার্মেসি বন্ধ করে পালিয়ে যায় দোকান মালিকরা।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এবং আসমা মোজাম্মেলের
নেতৃত্বে নগরীর ওসমানী মেডিকেল রোডে অভিযান চালানো হয়। অভিযানকালে জান্নাত ফার্মেসিকে ১০ হাজার, সাগর ফার্মেসিকে এক হাজার, আল বোরাক ফার্মেসিকে দুই হাজার, প্রভাতী ফার্মেসিকে দুই হাজার, শেফালী ফার্মেসিকে এক হাজার, ঐশী ফার্মেসিকে ৮০০ টাকা ও মিরের ময়দান এলাকায় অবস্থিত প্রিন্স মেডিসিন সেন্টারকে ২০ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় ফর্মেসিগুলো থেকে মেয়াদউর্ত্তীণ প্রায় ২০ হাজার টাকার ওষধ জব্দ করা হয়।

ছামির মাহমুদ/এআরএ/পিআর