ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে করোনা সন্দেহে ১০ বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৩০ মার্চ ২০২০

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামে ওই নারীর বাবার বাড়ি থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে তিনি করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হওয়া যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই নারী সম্প্রতি ঢাকা থেকে তার বাবার বাড়িতে এসেছেন। পরবর্তীতে তার জ্বর দেখা দিলে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় ওই বাড়ির আশপাশের ১০টি বাড়িতে লাল পতাকা টানিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আরএআর/এমএস