ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে আইসোলেশনে থাকা এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১১:৪৫ এএম, ৩০ মার্চ ২০২০

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার মৃত্যু হয়। ১২ বছর বয়সী ওই শিশুটিকে তার অভিভাবকরা রোববার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে ভর্তি করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, ভর্তির সময় মেয়েটির শারীরিক অবস্থার উপসর্গ দেখে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। আজ সকালে আইইডিসিআর’র স্থানীয় প্রতিনিধিদের তার নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে তার আগেই সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি মারা যায়।

এদিকে মৃত্যুর পর আইইডিসিআর’র প্রতিনিধিরা শিশুটির উপসর্গ শুনে বলেছেন সে করোনায় আক্রান্ত ছিল না। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মিলন রহমান/এফএ/পিআর