সেই পাঁচজনকে রংপুর মেডিকেল থেকে ঠাকুরগাঁওয়ে স্থানান্তর
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া এক শিশুসহ একই পরিবারের পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে তাদেরকে সেখানে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার রাতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরে করোনা সন্দেহে রোববার দুপুরে অসুস্থ সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানিয়েছেন, অসুস্থ সবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সন্ধ্যায় তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আইসোলেশন বিভাগে স্থানান্তর করা হয়েছে। সেখানে জেলা করোনা প্রতিরোধ কমিটির তত্ত্বাবধানে থাকবেন তারা। আইইডিসিআর থেকে প্রতিবেদন আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
জীতু কবীর/এমএএস/এমআরএম