খাবার নিয়ে অসহায়দের বাড়ি বাড়ি গেলেন ইউএনও
করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত সময় পার করছেন জেলার প্রশাসনিক কর্মকর্তারা। খাবার সামগ্রী নিয়ে ছুটছেন অসহায়দের বাড়ি বাড়ি।
সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ রোববার বাড়ি বাড়ি গিয়ে ১৬৫ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও একটি করে সাবান।
প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম জানিয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ১৬৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যদিও প্রয়োজনের তুলনায় বরাদ্দ অনেক কম। কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরে বরাদ্দ এলে অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ