ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনার প্রতিষেধক তৈরির পদ্ধতি জানালেন কুড়িগ্রামের অধ্যাপক

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৯ মার্চ ২০২০

করোনার মহামারি নিয়ে বিশ্বের ১৯৯টি দেশে এখন চলছে আতঙ্ক। এ থেকে মুক্তির জন্য গবেষণা চললেও এখনও আবিষ্কার হয়নি প্রতিষেধক। এরই অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন তার গবেষণার ফলাফল নিয়ে শনিবার কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন। ব্যক্তিগত দায় থেকে তার এই চেষ্টা বলে জানান তিনি।

দেশি-বিদেশি নানা বই থেকে এবং বিভিন্ন দেশের মেডিকেল জার্নাল ও পত্রপত্রিকায় প্রকাশিত ইতিবাচক রিপোর্ট তুলে ধরেন তিনি সংবাদ সম্মেলনে। তার দাবি সরকার মেডিকেল সংশ্লিষ্টদের নিয়ে গবেষণা করলে দ্রুততম সময়ে করোনা আক্রান্তদের সুস্থ করা সম্ভব।

তিনি বলেন, মানব শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার অনাক্রম্যতা সৃষ্টি করতে পারলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব। এই প্রতিরোধ ব্যবস্থা রক্তের শ্বেতকণিকার লিম্ফোসাইটের ‘বি’ কোষ এবং ‘টি’ কোষ, মেমরী সেল এবং রক্তের প্লাজমার গামা গ্লোবিউলিন সংশ্লিষ্ট। এ কারণে শিশুকালের কিছু রোগ যেমন- হাম, মামসপক্স, চিকেনপক্স প্রভৃতি জীবনে একবারই হয়। ভ্যাকসিনেশন এই নীতির ভিত্তিতেই উদ্ভব হয়েছে।

এ নীতির ভিত্তিতেই বলা যায় করোনা আক্রান্ত কোনো ব্যক্তি যদি সুস্থ হয় তাহলে তার দেহে প্রচুর পরিমাণে এন্টিবডি ও স্মৃতিকোষ তৈরি হয়। এই সুস্থ ব্যক্তির দেহ থেকে রক্ত বা প্লাজমা যদি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তির দেহে প্রবেশ করানো হয় তাহলে তার দেহে প্রচুর পরিমাণে এই স্মৃতিকোষ ও এন্টিবডি তৈরি হবে। অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতির মাধ্যমে তাকে সুস্থ করে তোলা সম্ভব।

তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এবং রক্ত সঞ্চালনের নীতি পুরোপুরি মেনে। ভ্যাকসিন আবিষ্কারক এডওয়ার্ড জেনার এর চিকিৎসা পদ্ধতির মূলনীতিও এরূপ বলে জানান তিনি।

চীন, মালয়েশিয়া, আমেরিকা, জার্মানীসহ বেশ কয়েকটি দেশের পত্রিকা ও জার্নালের রেশ টেনে তিনি দাবি করেন, ওইসব দেশে অনেক রোগীকে সুস্থ করা সম্ভব হয়েছে এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে।

উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর মীর্জা নাসির উদ্দিন দাবি করেন, বিশেষজ্ঞ চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকগণ এই পদ্ধতি অনুসরণ করে দ্রুত করোনা প্রতিষেধক আবিষ্কার করলে করোনায় মৃত্যুহার কমে যাবে।

সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম. আতাউর রহমান বিপ্লবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান/এফএ/পিআর