জয়পুরহাটে একই পরিবারের চারজন আইসোলেশনে, কোয়ারেন্টাইনে ১১
জয়পুরহাটের কালাই উপজেলায় করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় এক পরিবারের চারজনকে গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
একই সঙ্গে ওই পরিবারের সংস্পর্শে আসা ১১ জনকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশিক আহমদ জেবাল বাপ্পী বলেন, কালাইয়ের নান্দাইলদীঘির ওই যুবক বিদেশফেরত না হলেও পোল্ট্রি ব্যবসার সুবাদে বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীর সংস্পর্শে আসতে পারেন। তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তাকেসহ পরিবারের চার সদস্যকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের সংস্পর্শে আসা ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, করোনা সন্দেহে আইসোলেশনে রাখা ওই যুবকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
রাশেদুজ্জামান/এএম/এমআরএম