ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বৃত্তের ভেতর দাঁড়িয়ে করতে হবে কেনাকাটা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৮ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও ফার্মেসি, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনী পণ্যের দোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে জেলা প্রশাসন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে। তাই নিরাপদে পণ্য কেনার ব্যবস্থা গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে সাদা রঙ দিয়ে বৃত্ত এঁকে দেয়া হয়। এখন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে গিয়ে কেনাকাটা করতে পারবেন ক্রেতারা। পরবর্তীতে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বৃত্ত আঁকা কার্যক্রম পরিদর্শন করে ক্রেতাদের বৃত্তের মাঝে দাঁড়িয়ে কেনাকাটা করতে উদ্বুদ্ধ করেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রহমান ও সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

kkor

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে গিয়ে মানুষ যেন জটলা না করেন সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যই সামাজিক দূরত্ব বা নিরাপদ দূরত্বে থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বৃত্ত এঁকে দেয়া হয়েছে। এই বৃত্তের ভেতর দাঁড়িয়ে একজন কেনাকাটা শেষ করার পর আরেকজন কেনাকাটা করবেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম