মেরামতের সময় মেশিনে অগ্নিকাণ্ড, আহত ২
নাটোরে সড়কের মেরামত কাজের সময় পাইমকোট মেশিনে অগ্নিকাণ্ডে দুই শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, হেলপার আব্দুর রউফ ও বয়লার মিস্ত্রি ফরিদ উদ্দিন। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সামা ও এলজিইডির সহকারী প্রকৌশলী ইকবাল হোসাইন জানান, নাটোর সদর উপজেলার ভাবনী গ্রামে এলজিইডির জরুরি রাস্তা মেরামত প্রকল্পের কাজ চলছিল। এ সময় পাইমকোট মেশিন চালু করলে সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কাজের স্থলে দাহ্য জাতীয় পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন বেশ কিছু স্থানে ছড়িয়ে পড়ে। এ সময় মেশিনের পাশে থাকা ১০ ব্যারেল বিটুমিন, ৩ ব্যারেল কেরোসিন তেল, দুইটি শ্যালো মেশিন, একটি পাওয়ার ট্রলিসহ কাজের বিভিন্ন সরঞ্জাম পুড়ে ভস্মিভূত হয়েছে।
রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি