করোনা সচেতনতায় গ্রামে গ্রামে এমপি আবু জাহির
প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে গ্রামে গ্রামে ঘুরছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। পাশাপাশি মানুষের হাতে তুলে দিচ্ছেন মাস্ক।
শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান ও শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার, রেলওয়ে পার্কিং এরিয়া, দাউদনগর বাজার ও পুরানবাজারে এই কার্যক্রম চালিয়ে যান তিনি।
সংসদ সদস্য হ্যান্ডমাইক হাতে রাস্তায় দাঁড়িয়ে এবং গাড়িতে বসে পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে বাড়ি থেকে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনার কথা তুলে ধরেন। পাশাপাশি অস্বচ্ছল মানুষদের হাতে তুলে দেন একটি করে মাস্ক।
এ ব্যাপারে এমপি আবু জাহির বলেন, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এ থেকে পরিত্রাণ পেতে হলে জনসচেতনতা প্রয়োজন।
করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি নির্দেশনা অনুসরণের বিকল্প নেই। সরকার সাধারণ জনগণকে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি।
কামরুজ্জামান আল রিয়াদ/বি