ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিনা প্রয়োজনে বাইরে বের হলেই কান ধরে ওঠবস

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৭ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে বাসায় অবস্থান করতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। তাদের সঙ্গে রয়েছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। করোনা সচেতনতায় মোড়ে মোড়ে চলছে দিনভর মাইকিং। এর মধ্যেও নির্দেশনা ভেঙে রাস্তায় বের হচ্ছেন অনেকে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে ঘরে থেকে বেরিয়ে লঘু শাস্তির মুখে পড়েছেন রাজশাহী নগরীর কয়েকজন যুবক। ফাঁকা রাস্তায় ধরে তাদের কান ধরে ওঠবস করানো হয়েছে।

সকালে নগরীর অলকার মোড়, গণকপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থানরত যুবকদের কান ধরে ওঠবস করান। এ সময় মৃদু লাঠিচার্জও করা হয়। এছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট রাস্তায় অবস্থান করার অপরাধে র্যাব সদস্যরা কয়েকজন যুবককে কান ধরে ওঠবস করান।

এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতেও নগরীর দড়িখরবোনা মোড়ে চায়ের স্টল খোলা রাখার অপরাধে চা বিক্রেতাদের কেটলি কাপসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে পুলিশ।

Rajshahi

এ সময় ওই এলাকার চা বিক্রেতারা পুলিশ সদস্যদের দেখে পালিয়ে যান। এছাড়া সেখানে কয়েকজন যুবককে আড্ডা দেয়ার অপরাধে কান ধরে ওঠবস করানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে টহল দিচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই তাকে শাস্তি দেয়া হচ্ছে। ঘর থেকে যারা বিনা প্রয়োজনে বের হবেন তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরও কঠোর হবেন বলে মন্তব্য করেন এ পুলিশ কর্মকর্তা।

এদিকে,গত দুই-তিন দিন আগে যারা ঢাকা থেকে রাজশাহী এসেছেন তাদেরও ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক হামিদুল হক। এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য প্রতিবেশীদের অনুরোধ করা যাচ্ছে।

সম্প্রতি যারা ঢাকা থেকে রাজশাহী এসেছেন তারা হোম কোয়ারেন্টাইনে যদি না থেকে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করেন তাহলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কন্ট্রোল রুমে জানানোর জন্য অনুরোধ করা হয় এ বিজ্ঞপ্তিতে।

জেলা প্রশাসকের কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বরসমূহ হলো- ০৭২১৭৭৫৬৯২ ও ০১৬১৯৩০২৮৩০। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর