৫০ হাজার জাল টাকাসহ আটক ১
মাদারীপুরের কালকিনিতে ৫০ হাজার জাল টাকাসহ সেলিম বেপারী (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাতে তাকে আটক করা হয়। আটক ব্যবসায়ী সেলিম বেপারী পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের কালাচান বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালার নেতৃত্বে এসআই আজিজুর রহমান ও এসআই সঞ্জয়ের সহযোগিতায় অভিযান চালিয়ে পৌর এলাকার পাঙ্গাসীয়া গ্রামের মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে সেলিম বেপারীকে আটক করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একেএম নাসিরুল হক/এসএস/আরআইপি