ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু, চিকিৎসক কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ১২:৫২ এএম, ২৬ মার্চ ২০২০

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। এদিকে তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকসহ চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে ওই রোগীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা জানান, পেশায় দিনমজুর এই যুবক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার স্বজনরা।

এর আগে বুধবার (২৫ মার্চ) সকালের দিকে শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ জানান, আক্রান্ত রোগী ৯ মার্চ থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সন্দেহজনক হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে বলেও জানান তিনি। আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তার মরদেহ সৎকার করা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/বিএ