ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডাল মজুত করায় দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৫ মার্চ ২০২০

কুষ্টিয়ায় অবৈধভাবে মজুতকৃত ডাল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। বুধবার (২৫ মার্চ) সকালে জেলা শহরের বড় বাজারে অবৈধ মজুতদারীর বিরুদ্ধে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এসব ডাল জব্দ করেন। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহারের তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা শহরের বড় বাজারে অবৈধ মজুতদারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান ও মোছা. খাদিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৬০০ মণ ডাল (আস্ত) অবৈধভাবে মজুতের অপরাধে মেসার্স বৈদ্যনাথ সাহাকে ৫০ হাজার ও মেসার্স স্বপন সাহা অ্যান্ড সন্সকে এক লাখ টাকা জরিমানা করেন।

kustia

একই সঙ্গে মজুতকৃত ডাল ন্যায্যমূল্যে মিলারদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

আল-মামুন সাগর/আরএআর/জেআইএম