ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুর কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর

প্রকাশিত: ০৭:৩০ এএম, ১২ অক্টোবর ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল হাসান রকি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপির কাছে শিক্ষার্থীদের পক্ষে স্বাক্ষরপত্র জমা দেন।

এ সময় বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যায়নরত বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও কলেজ পরিচালনা পরিষদের সদস্য টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাবেক ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাদৎ হোসেন সুমন, সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাঈম হোসেন, মির্জাপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক মো. আবু বক্কর, যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, ওয়াকিল আহমেদ, বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন উপস্থিত ছিলেন।

ছাত্রনেতা শেখ রাসেল হাসান রকি বলেন, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীরা তাদের অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই।

মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষরপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে কলেজ পরিচালনা পরিষদের আগামী সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসএস/আরআইপি