ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে জলকামান দিয়ে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০২:০২ পিএম, ২৫ মার্চ ২০২০

রংপুর মহানগরীর রাস্তা-ঘাট এবং জনসমাগম এলাকাকে করোনাভাইরাসমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে শুরু করেছে মহানগর পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় নগরীর কাচারী বাজার থেকে এ কার্যক্রম শুরু হয়। ব্লিচিং পাউডার ও স্যাভলন মিশিয়ে জলকামান দিয়ে ছিটানো হচ্ছে।

পরে সিটি করপোরেশন, সুপার মার্কেট মোড়, পায়রাচত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড়, শাপলা চত্বর, খামার মোড়, লালবাগসহ প্রধানসড়কের বিভিন্ন এলাকায় স্প্রে করা হয়।

Rangpur-Police

রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) আলতাব হোসেন জানান, জলকামান দিয়ে যেহেতু অনেক দূর থেকে অনেক জায়গায় স্প্রে করা সম্ভব, সেকারণে রাস্তা-ঘাট, মার্কেট প্লেস, জনসমাগম এলাকা করোনাভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ডিটারজেন্ট পাউডারও ছিটানো হতে পারে বলেও তিনি জানান।

জিতু কবীর/এমএএস/পিআর