ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়ায় ‘করোনার ভয়ে’ বাড়িফেরা মানুষের ভিড়

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৫ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ছুটি ঘোষণা করে ঘরে থাকার অনুরোধ করলেও জনগণ সেটি মানছেন না। ফলে বাড়তি চাপ পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক ও প্রাইভেট-মাক্রোবাসের দীর্ঘ সারি রয়েছে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেও যানবাহনের পাশাপাশি যাত্রীদের উপচে ভিড় রয়েছে।

যাত্রীরা বলছেন, ঢাকায় থাকা তারা নিরাপদ মনে করছেন না। তাই গ্রামের বাড়ি ফিরছেন।

Rajbari-pic-(1)

এদিকে দেশের সকল নৌরুট বন্ধ থাকার পরও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে। নদী পারের অপেক্ষায় কিছু যানবাহন রয়েছে। এছাড়া বাড়িফেরা যাত্রীদের বাড়তি চাপ রয়েছে দৌলতদিয়ায়।

রুবেলুর রহমান/এফএ/পিআর