করোনা আতঙ্ক থেকে স্বস্তি পেলেন বিচারক
কয়েকদিনের কাশিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা সেই আতঙ্কে ভুগছিলেন হবিগঞ্জের এক বিচারক। পরে আইইডিসিআর’এ তার নমুনা পাঠানো হয়। সেখানকার রিপোর্টে বলা হয়েছে ওই বিচারকের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন বিচারকের কফ হয়েছিল। এতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। তাই করোনা পরীক্ষার জন্য সোমবার ঢাকায় নমুনা পাঠানো হয়েছিল। মঙ্গলবার তার পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে যে তার শরীরে করোনার অস্তিত্ব নেই। এখন তিনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে অফিস করতে পারেন।
সিভিল সার্জন আরও বলেন, অন্য দু’জনের রিপোর্ট এখনও হাতে পৌঁছায়নি। তাদের রিপোর্ট বুধবার হাতে পাওয়া যাবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম