ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লেভেলবিহীন স্যানিটাইজার বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৪ মার্চ ২০২০

মেয়াদোত্তীর্ণ ব্লিচিং পাউডার এবং লেভেলবিহীন হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে রাজশাহী নগরীর একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, চড়া দামে মাস্ক বিক্রির অভিযোগ পেয়ে বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকার সার্জিক্যাল সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান জাজকো ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে ২০১৮ সালের মেয়াদোত্তীর্ণ ব্লিচিং পাউডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। সেই সঙ্গে প্রতিষ্ঠানে তৈরি লেভেলবিহীন হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছিল তারা। পরে এ নিয়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান চলবে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস