ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইতালি প্রবাসীর বাড়িতে ইউএনওর লাল পতাকা

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনের তদারকিতে গিয়ে লক্ষ্মীপুরে এক ইতালি প্রবাসীর বাড়িতে লাল পতাকা ঝুলানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের নির্দেশে এ পতাকা ঝুলানো হয়। এ সময় ইতালিফেরত ব্যক্তির তথ্য ছক তার বাড়ির দেয়ালে লাগানো হয়েছে। একই সঙ্গে তাকে করোনা সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিদেশফেরত ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইনের নিয়ম মানছেন কি-না তা তদারকিতে যান ইউএনও। এ সময় উপজেলার চররুহিতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজি বাড়িতে ইতালিফেরত ব্যক্তির বাসার সামনে লাল পতাকা ঝুলানো হয়। ওই ব্যক্তির তথ্য সংবলিত ছক ও করোনা সংক্রান্ত সচেতনতামূলক দিকনির্দেশনা দেয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, প্রবাসীরা সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছেন। এজন্য প্রবাসী ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গরোধ নিশ্চিত করতে লাল পতাকা দিয়ে চিহ্ন দেয়া হয়েছে। করোনা প্রতিরোধে প্রবাসীদেরকে সচেতনতামূলক দিকনির্দেশনা দেয়া হয়েছে।

কাজল কায়েস/এএম/পিআর