ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৪ মার্চ ২০২০

কক্সবাজারের করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। ৬০ বছর বয়সী আক্রান্ত বৃদ্ধা নারী চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা।

গত ১৩ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন এই বৃদ্ধা। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি মো. কামাল হোসেন বলেন, করোনা আক্রান্ত নারীকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামের বিশেষ হাসাপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই নারীর গ্রামের বাড়ি ও তার আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। ওই নারী সৌদি আরব থেকে এসে চট্টগ্রামের যে বাড়িটিতে ছিলেন সেটিও লকডাউন করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস