করোনায় বন্ধের ভয়ে বাজারে ক্রেতাদের ভিড়
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে বাজার বন্ধের শঙ্কায় রাজবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী শহরের বড় বাজারে গিয়ে উপচে পড়া ভিড় দেখা গেছে। বাজারে এত মানুষের ভিড়ে করোনা ভাইরাস আতঙ্ক আরও বাড়ছে।
করোনা ভাইরাস আতঙ্কে রাজবাড়ীর চালবাজার, কাঁচাবাজার, মাছবাজারসহ প্রতিটি স্থানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে ভিড় করছেন ক্রেতারা।
ক্রেতারা বলছেন, প্রতিটি দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি প্রয়োজন।
অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, তবে সেটা তারা বৃদ্ধি করেননি। মোকাম ও আড়ত থেকে বৃদ্ধি হয়েছে বলে তাদেরও একটু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে বাজারে অনেক ক্রেতা। যার যা প্রয়োজন, সে তার থেকে বেশি কিনছে।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম