মাদক নিরাময় কেন্দ্রে রোগীর জিহ্বা কেটে দেয়ার অভিযোগ
সাভারের আশুলিয়ায় মাদক নিরাময় কেন্দ্রে এক রোগীর জিহ্বা কেটে দেয়ার অভিযোগ উঠেছে। সেইসঙ্গে তাকে শারীরিক নির্যাতনেরও অভিযোগ উঠেছে।
সোমবার বিকেলে আশুলিয়ার শ্রীপুরে নিউ স্বপ্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই রোগী গাজীপুর মহানগরীর পানিশাইল দক্ষিণপাড়া পদ্মাগেট এলাকায় থেকে রিকশা চালাতেন।
রোগীর দুলাভাই জানান, ২৩ দিন আগে আশুলিয়ার শ্রীপুর এলাকার নিউ স্বপ্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মাসিক ১০ হাজার টাকায় চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। সোমবার সকালে ওই কেন্দ্র থেকে রাজীব ও জুবায়ের নামের দুইজন ফোন করে জানান তার আত্মীয় আত্মহত্যার করার চেষ্টা করেছে। পরে সেখানে গিয়ে দেখি তাকে বেঁধে রাখা হয়েছে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন। জিহ্বা কেটে ফেলা হয়েছে।
তিনি বলেন, ওই কেন্দ্রের চারজন মিলে আমার রোগীকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। তাকে ওই কেন্দ্র থেকে উদ্ধার করে বিকেলে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে গেলে ওই মাদক নিরাময় কেন্দ্রের ৪-৫ জন হাসপাতালে ঢুকতে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মন্সী জানান, খবর পেয়ে অভিযুক্ত নিরাময় কেন্দ্রে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পরই তারা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
আল-মামুন/এফএ/জেআইএম