ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে করোনা সন্দেহে নারী আইসোলেশনে

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৪ মার্চ ২০২০

যশোরে করোনার লক্ষণ নিয়ে এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে চিকিৎসক তাকে আইসোলেশন ইউনিটে পাঠিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীলিপ কুমার রায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, সোমবার রাত ৮টার দিকে এক নারী সর্দি-কাশি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। করোনার লক্ষণ থাকায় তাকে আইসোলেশন ইউনিটে পাঠিয়ে দেয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীলিপ কুমার রায় বলেন, সোমবার রাতে এক নারী চিকিৎসা নিতে এলে করোনার লক্ষণ থাকায় তাকে আইসোলেশন ইউনিটে পাঠিয়ে দেয়া হয়েছে। এখন আইইডিসিআরের সঙ্গে কথা বলে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

মিলন রহমান/বিএ/জেআইএম