ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা প্রতিরোধে এবার কর্ণফুলী ও তিতাস ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:৫২ এএম, ২৪ মার্চ ২০২০

এবার করোনাভাইরাসের প্রভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেন।

সোমবার রাতে ট্রেন দুটির চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে মঙ্গলবার থেকে ট্রেন দুটি আর চলাচল করবে না।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, লিজের মাধ্যমে এসআর ট্রেডিং নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেন দুটি পরিচালনা করে।

ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলাচলকারী কর্ণফুলী এক্সপ্রেস (ডাউন) ট্রেনটি প্রতিদিন সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেস (আপ) যাত্রা করে।

আর আখাউড়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-আখাউড়া রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন সকাল ৫টা ১৫ মিনিটে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে সকাল ৯টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার পথে যাত্রা করে। ট্রেনটি আবারও ঢাকা থেকে বিকেল ৫টা ৪০ মিনিটে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

করোনাভাইরাসের বিস্তার রোধে এবং যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মঙ্গলবার থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। সোমবার রাতে বন্ধ রাখার বিষয়টি ট্রেন দুটির লিজ নিয়ে চালানো প্রতিষ্ঠানকে জানিয়ে দেয়া হয়।

ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. শোয়েব বলেন, ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে আমরা কোনো চিঠি পাইনি। লিজ নেয়া প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে বলতে পারবে।

এ ব্যাপারে কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক মীর মো. শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে এবং যাত্রীদের সুরক্ষায় ট্রেন দুটির চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের প্রতিষ্ঠান প্রধান রেলওয়ে কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্তের কথা আমাদের জানিয়ে ট্রেন দুটির চলাচল বন্ধ রাখতে বলেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন দুটি আবারও চলাচল করবে।

আজিজুল সঞ্চয়/এএম/এমআরএম