কোয়ারেন্টাইনের নির্দেশনা না মেনে খামারে প্রবাসী
হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মেনে খামারে কাজ করছিলেন ইউরোপফেরত এক প্রবাসী। এ সময় হাজির হন ভ্রাম্যমাণ আদালত। তাকে জরিমানা করেন ৫ হাজার টাকা।
রোববার (২২ মার্চ) বিকেলে এই জরিমানা করা হয় বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্র্যাট সৈয়দ আমজাদ হোসেন।
জানা গেছে, ৮দিন আগে গত ১৪ মার্চ ইউরোপ থেকে সদর উপজেলায় নিজের গ্রামের বাড়িতে আসেন এক প্রবাসী। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারের নির্দেশনা অনুযায়ী তিনি ১৪ দিন স্বেচ্ছায় গৃহবন্দী থাকার কথা। কিন্তু সেটা মানছিলেন না তিনি।
ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাকে ঘরে পাননি। খুঁজ নিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, তিনি মাছ ও গরুর খামারে শ্রমিকদের সঙ্গে ব্যস্ত সময় পার করছিলেন।
পরে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে কঠোর নির্দেশ দেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করেন।
রিপন দে/জেডএ