ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিদের প্রতিহত করতে হবে : শাজাহান খান

প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১১ অক্টোবর ২০১৫

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ধর্মের নামে যারা সন্ত্রাস করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। এদেশকে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যুদ্ধ করে স্বাধীন করেছি, সন্ত্রাস ও জঙ্গিবাদকে লালন করার জন্য নয়। রোববার বিকেলে বগুড়ার শেরপুরে জেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান পিপলস ফোরাম (বিবিপিপিএফ) বগুড়া-সিরাজগঞ্জ চ্যাপ্টার আয়োজিত উগ্র মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মুক্ত দক্ষিণ এশিয়া চাই’ শীর্ষক এক আদিবাসী ও শ্রমজীবী সমাবেশ।

তিনি বলেন, যারা পেট্রলের আগুন দিয়ে মানুষ হত্যা ও জানমালের ক্ষতি করছে তাদেরকে কেউ ক্ষমা করবে না। ক্ষমা করতে পারে না বলেই জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সকল জঙ্গিবাদ ও মৌলবাদ অপশক্তিকে রুখতে এদেশের মানুষকে নিয়ে যুদ্ধে নেমেছেন।

জঙ্গি ও মৌলবাদের উত্থানের নেত্রী হিসেবে খালেদা জিয়াকে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, আপনারা চোর ও জঙ্গিবাদের সঙ্গে ঘর না করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যান। অন্যায় ও অপশক্তি রুখতে শেখ হাসিনা একজন সফল নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। তার নেতৃত্বে বর্তমান সরকার এদেশকে বিশ্বে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে।

মন্ত্রী আরো বলেন, দেশের সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। কোনো সম্প্রদায়কে কটাক্ষ করে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব নয়। বাংলাদেশে কোনো সন্ত্রাসীরা বিজয় লাভ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তাই দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে জঙ্গি ও মৌলবাদ দমন করতে হবে।

বিবিপিপিএফ (বাংলাদেশ চ্যাপ্টার) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ফরহাদুজ্জামান শাহিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলংগা) আসনের সাংসদ গাজী আমজাদ হোসেন মিলন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

লিমন বাসার/এমজেড/বিএ