ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে ৪ হাজার প্রবাসীর ২৩২ জন কোয়ারেন্টাইনে, বাকিরা কোথায়?

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২২ মার্চ ২০২০

বিভিন্ন দেশ থেকে চার হাজার প্রবাসী সুনামগঞ্জে এলেও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ২৩২ জন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেশফেরতদের খোঁজা হলেও খোঁজ পাচ্ছেন না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, রোববার ইতালি, ফ্রান্স, ওমান, সৌদি আরব, যুক্তরাজ্য ও মালয়েশিয়াফেরত ২৩৭ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ছয়জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১২ জন, তাহিপুর উপজেলায় ২৩ জন, জামালগঞ্জ উপজেলায় ১৯ জন, দিরাই উপজেলায় দুজন, ছাতক উপজেলায় ১৬ জন, জগন্নাথপুর উপজেলায় ৮৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৮ জন এবং শাল্লা উপজেলায় সাতজন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, বিদেশফেরত ব্যক্তিদের একটি তালিকা ইতোমধ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সব ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমিটি করে দেয়া হয়েছে প্রবাসীদের খোঁজার জন্য। সব উপজেলা ও ইউনিয়নে মাইকিং করে সব ধরনের দোকানে আড্ডা নিষিদ্ধ করেছে প্রশাসন।

জেলা সিভিল সার্জন শামস উদ্দিন বলেন, প্রায় চার হাজার প্রবাসী সুনামগঞ্জে এলেও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ২৩২ জন। সুনামগঞ্জে আসা নিখোঁজ প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য মাঠপর্যায়ে কর্মীরা কাজ করছেন। যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের মধ্যে করোনার উপসর্গ পাওয়া যায়নি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমরা সব ওয়ার্ডে কমিটি করে দিয়েছি এবং প্রবাসীদের তালিকা পাঠিয়েছি। তারা বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, আমরা সব স্থানে মাইকিং ও করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করছি। যেসব প্রবাসী লুকিয়ে আছেন তাদের খুঁজে করে জরিমানার পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

মোসাইদ রাহাত/এএম/এমকেএইচ