ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এবার ‘কোয়ারেন্টাইন’ বাড়িতে লাল রং লাগাচ্ছে পুলিশ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৯:০০ এএম, ২২ মার্চ ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শনিবার রাতে জেলা পুলিশের ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ির বাইরে লাল রং দিয়ে লিখে চিহ্নিত করা হচ্ছে। যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে এবং ওই ব্যক্তি থেকে দুরত্ব বজায় রাখে। তাছাড়া বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনের সকল নিয়ম মেনে পরিবারের সদস্যদের থেকেও আলাদা থাকতে বলা হচ্ছে।

ইমিগ্রেশন থেকে বিদেশ ফেরতদের তথ্য সংগ্রহ করে শনিবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে হোম কোয়ারেন্টাইন না মানায় ভারত ফেরত দু’জনকে জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিমুল আখতার জানান, শনিবার দুপুরে হোম কোয়ারেন্টাইন না মেনে কানসাট বাজারে ঘোরাফেরা করার সময় সেখানে অভিযান চালিয়ে ভারত ফেরত দুইজনকে ৭ হাজার টাকা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেইসঙ্গে তাদের সতর্ক করা হয়।

আব্দুল্লাহ/এফএ/পিআর