ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘বিদেশ তো না, এই ভারত থেকে আসলাম’

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৮:৪২ এএম, ২২ মার্চ ২০২০

খুলনার তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ভারত থেকে দেশে ফিরেই অংশ নিচ্ছেন সরকারি ও দলীয় কর্মসূচিতে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, বিষয়টি দেখছি।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমি গত ১৮ মার্চ দেশে ফিরেছি, ভারতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। বাইরে তেমন একটা বের হচ্ছি না, শুধু গ্রামে একটু ঘুরতেছিলাম। বিদেশ তো না, এই ভারত থেকে আসলাম।’

স্থানীয়দের অভিযোগ উপজেলা চেয়ারম্যান গত ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত চিকিৎসার জন্য ভারতে ছিলেন। দেশে ফিরেই ১৭ মার্চের কর্মসূচিতে অংশ নেন। তারপর থেকে প্রতিদিন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল বলেন, ‘বিষয়টি শুনেছি, আরও একজন সাংবাদিক ফোন করেছিলেন, দেখি ওনাকে সতর্ক করবো।’

প্রসঙ্গত, জেলা ও মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে, দুই হাজারের বেশি প্রবাসী শুধু মার্চেই খুলনাতে ঢুকেছেন। অথচ, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ১৯৮ জন! আর গত তিন দিনে ১২ জনকে হোম কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে। ফলে এই এলাকায় হোম কোয়ারেন্টাইন ছাড়া ঘুরছেন সহস্রাধিক প্রবাসফেরত।

আলমগীর হান্নান/এসএইচএস/পিআর