ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোয়ারেন্টাইনে সাংবাদিক

জেলা প্রতিনিধি | শ্রীপুর | প্রকাশিত: ০১:৫৬ এএম, ২২ মার্চ ২০২০

গাজীপুরের কাপাসিয়া মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে (বর্তমান কোয়ারেন্টাইন সেন্টার) নিয়ম না মেনে প্রবেশ করায় স্থানীয় এক সাংবাদিককে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এসএম তরিকুল ইসলাম বলেন, শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চ্যানেল আইয়ের স্থানীয় এক ক্যামেরাপারসন কাপাসিয়া মা ও শিশু কোয়ারেন্টাইন কেন্দ্রে যান। নিয়ম না মেনে সেখানে প্রবেশ করেন তিনি।

তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংস্পর্শে যাওয়ায় তার স্বাস্থ্যঝুঁকি রয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তার কথা বিবেচনায় তাকে শ্রীপুর থেকে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু কোয়ারেন্টাইন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সেখানে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনাটি শুনে ওই সাংবাদিককে থানা চত্বরের বাইরে দীর্ঘক্ষণ পুলিশি নজরে রাখা হয়। পরে তাকে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু কোয়ারেন্টাইন কেন্দ্রে নিয়ে নিয়ে যাওয়া হয়।

শিহাব/এএম/এফআর