ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা সন্দেহে রামেক থেকে হোম কোয়ারেন্টাইনে গেলেন নার্স

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১২:২০ এএম, ২২ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে সেবা কার্যক্রম ছেড়ে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স। তিনি হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন। করোনা সন্দেহে শনিবার তাকে রাজশাহীর চিকিৎসায় সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে পাঠানো হয়।

করোনা আক্রান্তদের চিকিৎসায় আগে থেকেই আইডি হাসপাতালে ৩০ শয্যার একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। তবে সেখান থেকে হোম কোয়ারেন্টাইনে গেছেন ওই নার্স।

এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস সাংবাদিকদের জানান, ওই নার্সকে আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এ বিষয়ে রাজশাহী আইডি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মামুনুর রশীদ জাগো নিউজকে বলেন, ওই নার্সের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তিনি করোনায় আক্রান্ত কি-না সেটি নিশ্চিত হওয়া যাবে। তবে ওই নার্স স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেছেন।

এদিকে, শনিবার (২১ মার্চ) পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলা এক হাজার ৭২৪ জন প্রবাসীর দেশে ফেরার তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ২২৪ জন। কেবল জয়পুরহাটে একজনকে হাসপাতালে রাখা হয়েছে।

এখনও বিভাগের কোথাও করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য।

ফেরদৌস/এমএএস/এফআর