ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে করোনা আক্রান্ত সন্দেহে একজনকে ঢাকায় প্রেরণ

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২১ মার্চ ২০২০

নাটোরের বড়াইগ্রামে করোনা আক্রান্ত সন্দেহে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।

আরও পড়ুন : 

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্দেহজনক ওই ব্যক্তি ঢাকায় গার্মেন্টসের ব্যবসা করতেন। গত পরশু তিনি বড়াইগ্রামে নিজ বাড়িতে আসেন। এরপর তার শরীরে জ্বর, কাশি ও গলা ব্যথা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসায় জ্বর না কমায় করোনা সন্দেহে আইইডিসিআর’র কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শনিবার দুপুরে তাকে ঢাকায় পাঠানো হয়।

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ