ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাল ও পেঁয়াজের দাম বেশি নেয়ায় ৬২ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৫:২০ এএম, ২১ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে চাল ও পেঁয়াজের দাম বেশি রাখায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ। তিনি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে চালের দাম নেয়ায় চাল ব্যবসায়ী আফজাল হোসেনকে ৫ হাজার, আবুল হোসেনকে ২ হাজার, শাহিনুর মিয়াকে ২০ হাজার, আব্দুল হান্নানকে ১০ হাজার ও রুহল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করায় ব্যবসায়ী আইনুল হককে ৫ হাজার, লাবীব মিয়াকে ২ হাজার ও রুহুল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ বলেন, করোনাভাইরাসের কারণে মজুতদার ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চাল ও কাঁচামালের দাম বাড়িয়ে দেয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান উপজেলার সর্বত্র হাট-বাজারে অব্যাহত থাকবে।

জাহিদ খন্দকার/বিএ