করোনা সংকটে বেশি দামে পেঁয়াজ বিক্রি, লাখ টাকা জরিমানা
করোনাভাইরাসকে কেন্দ্র করে সুনামগঞ্জে পেঁয়াজ মজুত ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জেলার দুই উপজেলায় অভিযান চালিয়ে ৯ দোকানে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ও রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
রাতে শহরের বিহারী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে একজনের কাছে তিন বস্তা পেঁয়াজ ও এক বস্তা রসুন পান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল আহমেদ। এছাড়া জগন্নাথপুর ও ছাতক উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করায় এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে সালিক অ্যান্ড রমিজ ট্রেডার্স ও জননী স্টোর বেশি দামে পণ্য বিক্রি করায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় জগন্নাথপুর উপজেলায় সাতটি দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার মো. ইয়াসির আরাফাত।
এছাড়া বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দের নেতৃত্বে শহরের বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। সেই সময় বাজার ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, আমরা বাজার নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছি। বাজার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। কেউ যাতে গুজব ছড়িয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।
মোসাইদ রাহাত/বিএ