ভৈরবে ইতালিফেরত ১৪ জন হাসপাতাল কোয়ারেন্টাইনে
ভৈরবে বিদেশফেরত ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ১২৭ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা সবাই ইতালিফেরত।
হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। এছাড়া কোয়ারেন্টাইন না মানায় সৌদিফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার বাড়ি ভৈরবের শম্ভুপুর এলাকায়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বৃহস্পতিবার নতুন করে বিদেশফেরত ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ১২৭ জনকে প্রত্যেকের বাড়ির পৃথক কক্ষে রাখার ব্যবস্থা করা হয়েছে। বাকি ১৪ জনকে ট্রমা হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন পর্যবেক্ষণে থাকবেন। বিদেশফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আনা হয়েছে। নিয়ম না মানলে পর্যায়ক্রমে সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ।
এর আগে বুধবার রাতে শম্ভুপুর এলাকায় কোয়ারেন্টাইন না মানায় সৌদিফেরত এক ব্যক্তিকে হাঁটাচলা করতে দেখে আটক করে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে ভৈরব ট্রমা হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
আসাদুজ্জামান ফারুক/এএম/জেআইএম