ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী বিভাগে হোম কোয়ারেন্টাইনে ১৮৩

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৯ মার্চ ২০২০

রাজশাহী বিভাগে বিদেশফেরত ১৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য।

ডা. আচার্য জানান, গত ১০ মার্চ থেকে এখন পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় ৮০৯ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে এ মুহূর্তে রাজশাহী জেলায় ১৬ জন, নওগাঁতে ৪১ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে ১৭ জন, বগুড়ায় ৩৪ জন, সিরাজগঞ্জে ৩৬ জন ও পাবনায় ৩০ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখনও কেউ হোম কোয়ারেন্টাইনে নেই।

এদিকে, সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬ জন। এখানে করোনায় আক্রান্ত হবার খবর নেই। প্রাণঘাতি করোনার বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ হচ্ছে। সবাইকে এ নিয়ে সচেতন হতে হবে।

এমএআর/পিআর