ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা প্রতিরোধে মাশরাফির পরামর্শ

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৯ মার্চ ২০২০

নড়াইল শহরের খাদ্যগুদামের শ্রমিক এবং বরাশুলা কওমি মাদরাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক প্রচার সভায় অংশ নিয়েছেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার দুপুরে খাদ্যগুদাম চত্বর এবং বরাশুলা কওমি মাদরাসা ও এতিমখানায় সংক্ষিপ্ত পরিসরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাশরাফি বলেন, সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, এটি প্রতিরোধে চেষ্টা চলছে। সকলে এ ভাইরাস প্রতিরোধের চেষ্টা করবেন। এজন্য সচেতনতা তৈরি করতে হবে।

‘শ্রমিক ভাইয়েরা এবং মাদরাসার শিক্ষার্থারা— সবাই সবসময় নিয়মিত ভালো করে হাত ধোবেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। যদি আমরা সবাই সচেতন হই তাহলে এটি প্রতিরোধ করা সম্ভব।’

Masrafi-0

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৌমেন বোস, সংসদ সদস্যের পিএস মো. সানি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, নড়াইল সদর খাদ্যগুদামের কর্মকর্তা ও শ্রমিকগণ এবং বরাশুলা কওমি মাদরাসা ও এতিমখানার কর্মকর্তা-শিক্ষকও আবাসিক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইল সদর হাসপাতালে মাসব্যাপী বিনা টিকিটে চিকিৎসাসেবা কার্যক্রম ও অত্যাধুনিক কল্পোস্কপি মেশিন স্থাপন করেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য।

হাফিজুল নিলু/এমএআর/জেআইএম