ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা আতঙ্কের মধ্যে চালের দাম বাড়ানোয় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১৯ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে প্রথম মৃত্যুর খবরে আতঙ্কে রয়েছে লোকজন। যে কোনো মুহূর্তে শাটডাউনের শঙ্কায় অনেকেই চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত করতে শুরু করেছেন। এর প্রভাব পড়েছে রাজশাহীর চালের বাজারে। বাড়তি দামে চাল বিক্রি শুরু করেছেন বিক্রেতারা।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) অভিযানে নামে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম কুমারপাড়া এলাকায় পাইকারী চালের বাজারে অভিযান চালান। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়ানোয় শাহ মখদুম রাইস এজেন্সিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই এলাকার বিভিন্ন আড়ত ও খুচরা বাজারে গিয়ে করোনা আতঙ্ককে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর বিষয়ে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

rajshahi01

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম জানান, করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে। মজুত থাকার পরও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য জেলা প্রশাসন আজ থেকে মাঠে থাকবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

ফেরদৗস সিদ্দিকী/আরএআর/পিআর