ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা : নিরাপত্তা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১১:৫২ এএম, ১৯ মার্চ ২০২০

প্রাণঘাতি করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় নিজেদের যথাযথ নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরত পালন করছেন রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে শুরু হয়েছে কর্মবিরতি।

আন্দোলনরতদের অভিযোগ, করোনা চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসকদের জন্য ন্যূনতম নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। চরম নিরাপত্তাহীতায় রয়েছেন তারা। আর এ কারণেই তারা কর্মবিরতি পালন করছেন।

পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক দায়িত্ব পলন করছেন। তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। হাঁচি-কাশিসহ সব ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা হাসপাতালে ঢুকছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। একেবারেই নিরাপত্তাহীন অবস্থায় ওইসব রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে চিকিৎসকদের।

তিনি আরও বলেন, নৈতিক কারণে তারা ডেঙ্গু পরিস্থিতির সময় দায়িত্ব পালন করেছেন। তখনও একই অবস্থা ছিল। এবারও একই পরিস্থিতি থাকায় ২০০ ইন্টার্ন চিকিৎসকের কথা চিন্তা করে বুধবার তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করেছেন।

দাবি-দাওয়া শুনে পরিচালক বলেছেন, তিনি মন্ত্রণালয়ে কথা বলবেন। কিন্তু চিকিৎসাসেবা চালিয়ে নিতে হলে এই সমস্যার তাৎক্ষণিক সমাধান দরকার বলে দাবি করেন ইকবাল হাসান।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমকেএইচ