ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে জরিমানা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৮ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘুরে বেড়ানোর দায়ে এক ওমান প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই প্রবাসী জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ ওমান থেকে দেশে ফিরেন তিনি। সতর্কতামূলকভাবে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু তিনি সেটি না করে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন সারোয়ার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও নাসির উদ্দিন সারোয়ার জানান, ওই প্রবাসী বাহিরে ঘুরে বেড়ানোর কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ