হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীকে জরিমানা
হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাফেরার দায়ে মাদারীপুরে দুই প্রবাসীকে সাজা দেয়া হয়েছে। এর মধ্যে এক স্পেন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড ও এক ইতালি প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত দুই জনই কালকিনি উপজেলার বাসিন্দা।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে সম্প্রতি দুই শতাধিক মানুষ মাদারীপুরে এসেছে। এদের দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কায় ২২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও চারজনকে রাখা হয়েছে আইসোলেশনে। প্রতিটি ইউনিয়নের বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্থানীয়রা জানান, এক ইতালি প্রবাসী সম্প্রতি মাদারীপুরের শিবচরে আসেন। করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তার স্ত্রী সন্তানসহ চারজনকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও তার সন্তানরা যাদের সংস্পর্শে এসেছে এমন ১৯ শিক্ষার্থীকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, আমরা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রতিটি ইউনিয়নের বিদেশফেতরদের তথ্য সংগ্রহ করে তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রেখেছি। এরপরও কেউ আদেশ অমান্য করলে তাকে সাজা দেয়া হচ্ছে। কাউকে ছাড় দেয়া হবে না।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ