ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কথা না শোনায় ৬ প্রবাসীকে ধরে আইসোলেশন ইউনিটে ভর্তি

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৮ মার্চ ২০২০

সরকারি নির্দেশনা না মেনে বাইরে ঘোরাঘুরি করায় কিশোরগঞ্জের ভৈরবে ৬ প্রবাসীকে ধরে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে ওইসব প্রবাসীর বাড়িতে গিয়ে তাদের ধরে আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুতকৃত উপজেলার ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। এরা সবাই ইতালিফেরত।

মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খিসা, স্যানেটারি পরিদর্শক নাসিমা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহারসহ একদল পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসেন। অভিযোগ ছিল তারা হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে গিয়ে সকল কাজকর্ম করছেন।

এদিকে মঙ্গলবার পর্যন্ত ভৈরবে ৯৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এদের মধ্যে বেশিরভাগ ইতালি ও সৌদী ফেরত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, সদ্য বিদেশফেরত প্রবাসীদের আমরা হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছিলাম। কিন্ত অনেকেই নির্দেশ মানছেন না বলে রাতে ৬ জনকে বাড়ি থেকে ধরে আনা হয়। এদেরকে ট্রমা সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে।

বুধবারও এ অভিযান চালানো হবে জানিয়ে তিনি বলেন, আইসোলেশন ইউনিটে তাদেরকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখব। তবে যে ৬ জনকে আনা হয়েছে তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। সন্দেহমূলকভাবে তাদের আনা হয়েছে।

করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, বুধবার থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা সকলকে আইসোলেশন ইউনিটের চিকিৎসকদের পর্যবেক্ষণে নেয়া হবে। যদি কেউ সরকারি নির্দেশনা না মানে তাহলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

আসাদুজ্জামান ফারুক/এফএ/জেআইএম