দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মালিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে গ্রামের নূরুল আমিনের ছেলে জুনায়েদ ও একই গ্রামের চুনু মিয়ার ছেলে সুমনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে সিকন্দরপুর গ্রামের আব্দুল মালিক ঘটনাস্থলে নিহত হন এবং উভয় পক্ষের ১৫জন আহত হন।
দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম জাগো নিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
ছামির মাহমুদ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ