বিনা ভাড়ায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছেন যাত্রীরা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনা ভাড়ায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। বিনা ভাড়ায় এই রুটের যাত্রীদের যাতায়াতের সেবা দিচ্ছে রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে এই যাত্রীসেবা শুরু হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সকালে কেক কেটে এই যাত্রীসেবার উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরসহ আওয়ামী লীগ ও মোটর সমিতির নেতারা।
ফ্রিতে যাত্রীসেবা পেয়ে খুশি হয়ে নিরুপম চাকমা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনা ভাড়ায় রাঙ্গামাটি-চট্টগ্রাম যাতায়াতের সেবাকে স্বাগত জানাই। এটি চমৎকার উদ্যোগ।
চট্টগ্রামের যাত্রী আব্দুল কাদের বলেন, বঙ্গবন্ধু যেমন সারাজীবন মানুষের সেবা করে গেছেন তারই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে এই যাত্রীসেবা প্রশংসনীয়।
এ বিষয়ে রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি ও রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মহসিন রোমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনা ভাড়ায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। মঙ্গলবার সারাদিন রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে বিনাভাড়ায় যাত্রীদের আনা-নেয়া হবে। যে কেউ এই সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সহযোগিতায় আমরা এই যাত্রীসেবা দিয়ে যাচ্ছি।
সাইফুল/এএম/এমএস